সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র ফ্যামিলি গেট টুগেদার আগামীকাল

ইবি প্রতিনিধি
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫১
আপডেট  : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০১
ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র ফ্যামিলি গেট টুগেদার আগামীকাল
ছবি: যায়যায়দিন

ইসলামিক ইউনির্ভাসিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্যামিলি গেট টুগেদার ও সাধারণ সভার আয়োজন করা হয়েছে। এতে প্রথম ব্যাচ থেকে বর্তমানে বিভিন্ন বিভাগের গ্রেজুয়েট শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এর আয়োজন করা হয়েছে।

যা চলবে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক মুহাম্মদ নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ, ইবি উপ উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাংগীর আলম, যবিপ্রবি’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল-মামুন এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনজারুল আলম।

সংগঠন সূত্রে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানের পর স্মৃতি চারণ, অ্যালামনাইদের সন্তানদের খেলাধূলা ও পুরস্কার বিতরণ, সকল রেজিস্ট্রার্ড এলামনাই গিফট সম্বলিত ব্যাগ প্রদান করা হবে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকায় অনুষ্ঠিত প্রথম অ্যালামনাইয়ের স্মরণিকার মোড়ক উম্মোচন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র সদস্য সচিব মুহাম্মদ আবদুল হাই, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনজারুল আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড. ইকবাল হোসাইন, লালন শাহ হল প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন, প্রেস প্রশাসক অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান এবং আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেলের পরিচালক অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝিসহ প্রমুখ।

এ বিষয়ে সংগঠনের সদস্য-সচিব মুহাম্মদ আবদুল হাই বলেন, ‘ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে প্রায় তিন হাজারের মতো অ্যালামনাই রেজিষ্ট্রেশন করেছে। আমরা আগ্রহের ভিত্তিতে রানিং স্টুডেন্টদেরও সুযোগ দিচ্ছি। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।’

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে