সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রশ্নের পুনরাবৃত্তি নিয়ে যা বললেন উপাচার্য

ঢাবি প্রতিনিধি
  ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৫
আপডেট  : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৭
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রশ্নের পুনরাবৃত্তি নিয়ে যা বললেন উপাচার্য
ছবি: যায়যায়দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। প্রশ্ন পুনরাবৃত্তি নিয়ে যে বিষয়টা ঘটেছে তা দেখার জন্য আমরা সর্বোচ্চ উদ্যোগ নিয়েছি। বিশেষজ্ঞদের সমন্বয়ে যে কমিটি কাজ করে তারা পুরো সপ্তাহ ধরে এ সমস্যা সমাধানে কাজ করছে। কীভাবে পরীক্ষার্থীর সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ করে বিষয়টি সমাধান করা হয়, তা নিয়ে সমন্বয় কমিটি কাজ করছে। আজকালের মধ্যে তাদের থেকে পূর্ণ বিবৃতি পাওয়া যাবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) কার্জন হলের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

উপাচার্য অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, তীব্র প্রতিযোগিতামূলক পরিক্ষা হওয়ায় বেশির ভাগ পরিক্ষার্থী অকৃতকার্য হবে। আমরা যেন তাদের তিরস্কার না করি এবং মনে কষ্ট না দিই। এমন পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করলে আত্মবিশ্বাস বাড়ে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার একটি সেটের প্রশ্নে অসঙ্গতি দেখা যায়। সেট-বি এর প্রশ্নপত্রের অ্যাকাউন্টিং অংশে দেখা যায়, এই বিভাগের ১২টি প্রশ্নের মধ্যে ৪টি প্রশ্নের হুবহু পুনরাবৃত্তি ঘটেছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে