রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

নোবিপ্রবি ছাত্রদলের ফরম বিতরণ ও কর্মী সম্মেলন

নোবিপ্রবি প্রতিনিধি
  ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৫
নোবিপ্রবি ছাত্রদলের ফরম বিতরণ ও কর্মী সম্মেলন
ছবি: যায়যায়দিন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২২ ফেব্রুয়ারি) শাখা ছাত্রদল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পকেট গেইট সংলগ্ন এলাকায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক নুর হোসেন বাবু'র সভাপতিত্বে ও সদস্য সচিব সাহারাজ উদ্দীন জিহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাসিবুল হাসান সজীব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহিনুর ইসলাম শাহিন।এছাড়া উপস্থিত ছিল ছাত্রদলের নেতাকর্মীরা।

বিশেষ অতিথি শাহিনুর ইসলাম শাহিন বলেন,

ফ্যাসিবাদী শক্তি দ্বারা নির্যাতিত ছাত্রদল শত অত্যাচার নির্যাতনে দমে যায়নি। স্বাধীনতা অর্জনে জাতীয়তাবাদী ছাত্রদল ভূমিকা রেখেছিল কিন্তু এ স্বাধীনতার স্বাদ হতে শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে।ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের বীজ সমূলে উপড়ে না ফেললে বাংলাদেশ প্রকৃত অর্থে কখনো স্বাধীন হবে না।

প্রধান অতিথির বক্তব্যে হাসিবুল হাসান সজীব বলেন, ছাত্রদল কোন নিষিদ্ধ বা গোপন সংগঠন নয়। বর্তমান বিশ্ববিদ্যালয় ভিসি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যারা ক্যাম্পাসে অবস্থান করছে তাদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি বরং কিভাবে ছাত্রদলকে ক্যাম্পাসে রাজনীতি করতে দেয়া না যায় তার পায়তারা করছে।

প্রধান বক্তা রিয়াজ আনোয়ার হোসেন বলেন, ছাত্রদল কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থেকে যেকোন অপচেষ্টাকে রুখে দিবে। আগামীর বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনে ছাত্রদল ভূমিকা রাখবে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে