রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ইবির বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের আট দফা দাবিতে স্মারকলিপি 

ইবি প্রতিনিধি
  ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০২
ইবির বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের আট দফা দাবিতে স্মারকলিপি 
ছবি: যায়যায়দিন

ক্যাম্পাসের অভ্যন্তরে ও বাহিরে চলাচলের জন্য প্রতিবন্ধী বান্ধব বিশেষ পরিবহনের ব্যবস্থা করাসহ আট দফা দাবিতে স্মারক লিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীরা। শনিবার বিকাল ৩ টায় ছাত্র উপদেষ্টা বরাবর স্মারক লিপি দেন তারা।

তাদের অন্য দাবিগুলো হলো- দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য ব্রেইল লিপি, অডিও বুক এবং শ্রবণ প্রতিবন্ধীদের জন্য শ্রবণ যন্ত্র, ভিডিও ক্লাস ও পরিক্ষায় অতিরিক্ত সময় এবং বিশেষ পদ্ধতিতে খাতা মূল্যায়নের ব্যবস্থা করা, সকল ভবনে লিফটের ব্যবস্থা করা, ভর্তির সাথে হলে সীট নিশ্চিত করা, বিশেষ কক্ষ বরাদ্দ রাখা, প্রতিবন্ধী বান্ধব কমোড বিশিষ্ট টয়লেট নিশ্চিত করা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আলাদা ফান্ড গঠন করা, বিশেষ বৃত্তি প্রদান এবং টিউশন ফি মওকুফ এর ব্যবস্থা করা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সহায়তা কেন্দ্রগঠন করা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ IT কর্মশালা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা।

এ বিষয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীরাও এ সমাজের অবিচ্ছেদ্য একটা অংশ। একটা প্রতিবন্ধী বান্ধব বিশ্ববিদ্যালয় গড়তে আমরা আশা করবো বিশ্ববিদ্যালয় প্রশাসন যথেষ্ট আন্তরিক হবেন। আমাদের মতো প্রতিবন্ধী শিক্ষার্থীদের যদি যথেষ্ট সুযোগ সুবিধা নিশ্চিত না করা হয় তা হলে আমরা অগ্রসর হতে পারবো না। তাই আমাদের এ যৌক্তিক দাবি সমূহ অবশ্যই যেন বাস্তবায়ন করা হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে