রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল একমঞ্চে

জবি প্রতিনিধি
  ১৫ মার্চ ২০২৫, ২৩:৪৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল একমঞ্চে
ছবি : যায়যায়দিন

আজ ,শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক নূরনবী এবং ছাত্রদল, ছাত্রশিবির,ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, আমরা সকলে মিলে মিশে একটি দলের মতো কাজ করতে চাই। সকল দল নির্বিশেষে যেকোনো বাধা মোকাবেলা করতে চাই।আমরা সবাই একই জবিয়ান হিসেবে পরিচয় দিতে চাই। আবার যদি কোনোভাবে কোন বৈষম্য দেশকে ঘিরে রাখে তখন সাধারণ ছাত্ররা যেন বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। এবং সবাই একসাথে কাজ করতে পারে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি বলেন,আমরা পাঁচ আগস্ট থেকে পরবর্তী সময়ে এবং পূর্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করেছি। যা পরবর্তীতে স্বৈরাচারী সরকার পতনে সাহায্য করেছে এর সাথে আন্দোলনে ছাত্ররা যে ভূমিকা পালন করেছে তা বর্ণনাতীত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হিমেল বলেন, আমরা সকল দল একসাথে মিলে কাজ করতে চাই। ৫ই আগস্টের স্বৈরাচারী সরকার পতনে আমাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তার সাথে ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমরা সকলে একসাথে হয়ে কাজ করতে চাই এবং পরবর্তীতে যে কোন বাধার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। ক্যাম্পাসে পরিবেশ রক্ষায় সকল শিক্ষার্থীকে একসাথে কাজ করার আহ্বান জানান।

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুরনবী বলেন,কে ছাত্রদল করে, কে শিবির করে কে বামপন্থী বা অন্যান্য দল করে এটা মূল বিষয় নয় মূল বিষয় হচ্ছে আমরা সকলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একসাথে আমরা সবাই জবিয়ান। এই পরিচয় নিয়ে আমাদের আমাদের এগিয়ে যেতে হবে এটা কোন রাজনৈতিক সংগঠন নয় এটা একটি প্ল্যাটফর্ম জানলে তো সবাইকে ঐক্যবদ্ধ করে।

কবি নজরুল কলেজের মেহেদী হাসান বলেন,স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ,কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দি কলেজ একসাথে লড়াই করেছি। যদিও আমরা বৈষম্যকে নির্মূল করতে চেয়েও অনেক বৈষম্যের শিকার হয়েছি।তবুও সকলে মিলে আমরা একসাথে অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে চাই।

উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত পাঠাগার থেকে। সেই উন্মুক্ত পাঠাগার থেকে এক সময় স্বৈরাচারী সরকার পতনে সকল ছাত্রসমাজ ভূমিকা রেখেছিল।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে