শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

জাবিতে পাঁচ দিনব্যাপী ইসলামী বইমেলা শুরু

জাবি প্রতিনিধি
  ১৫ এপ্রিল ২০২৫, ২১:০৩
জাবিতে পাঁচ দিনব্যাপী ইসলামী বইমেলা শুরু
ছবি: যায়যায়দিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইসলামী পাঠাগার ‘জাবিইপা’-এর উদ্যোগে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ইসলামী বইমেলা। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বইমেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “এই পথ দিয়ে হেঁটে গেলে হয়তো কারো চোখে একটি বই পড়ে যেতে পারে, আর সেই বই-ই তার জীবন বদলে দিতে পারে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। জ্ঞানের জগৎ অনেক বিস্তৃত, আর সেই জগতে প্রবেশের সবচেয়ে সহজ পথ হচ্ছে বই। এই ধরনের আয়োজন ছাত্রছাত্রীদের জ্ঞানচর্চার প্রতি আগ্রহী করে তোলে। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী পাঠ্যসূচির বাইরের বইও পড়ুক, যাতে তারা চিন্তাশীল, মানবিক ও বুদ্ধিবৃত্তিকভাবে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।”

“জাবিইপা বইমেলা ২০২৫” শিরোনামের এ মেলা চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় কুরআন, হাদিস, সিরাত, ইসলামি সাহিত্য, ইতিহাস, গবেষণা, আত্মউন্নয়ন ও শিশুসাহিত্যসহ বিভিন্ন বিষয়ে শতাধিক বই প্রদর্শন ও বিক্রয়ের জন্য রাখা হয়েছে। এতে অংশ নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ১৮ টি ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান।

বইমেলাকে কেন্দ্র করে থাকছে লেখক-পাঠক আড্ডা, কুইজ প্রতিযোগিতা, বই প্রদর্শনী, দাওয়াহ ক্যাম্পেইন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

জাবি ইসলামী পাঠাগারের পরিচালক ও মাইক্রোবায়োলজি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা মত ও সংস্কৃতির চর্চা থাকলেও ইসলামী শিক্ষা ও সংস্কৃতির সুযোগ খুবই সীমিত। জাবিইপা সেই শূন্যতা পূরণে কাজ করে যাচ্ছে। এবারের বইমেলা সে প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে আমরা মনে করি।”

তিনি আরও জানান, প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত আলেম, লেখক, প্রকাশক ও অ্যাক্টিভিস্টদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ হবে মুখরিত ও প্রাণবন্ত।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে