শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ঢাবি কুইজ সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক কুইজ ফেস্ট

ঢাবি প্রতিনিধি
  ১৯ এপ্রিল ২০২৫, ২০:১৪
ঢাবি কুইজ সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক কুইজ ফেস্ট
ছবি: যায়যায়দিন

ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস) কর্তৃক আয়োজিত হলো ২-দিনব্যাপী ‘১ম ডিইউকিউএস ইন্টারন্যাশনাল কুইজ ফেস্ট ২০২৫’। গত ১৬ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান অনুষ্ঠানটির উদ্বোধন করেন। সেখানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সম্মানিত মডারেটরবৃন্দ ড. মাহবুব কায়সার, সহকারী প্রক্টর এবং ড. রাদ মুজিব লালন।

অনুষ্ঠানের শুরু হয় আন্তঃস্কুল কুইজ সেগমেন্ট এর মাধ্যমে, যেখানে কুইজ মাস্টার হিসেবে উপস্থিত ছিলেন বিটিভির ‘বাংলাদেশ কুইজ’-এর হোস্ট হিসেবে জনপ্রিয় ফেরদৌস বাপ্পী। বাংলাদেশের কুইজ জগতের অন্যতম কর্ণধার হিসেবে ফেরদৌস বাপ্পীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। একইসাথে ছিলেন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সাংগঠনিক সম্পাদক অর্ণব রায় পার্থ, যার ঝুলিতে রয়েছে ২৫টি কুইজ সেগমেন্ট পরিচালনার অভিজ্ঞতা। অতঃপর অনুষ্ঠিত হয় আন্তঃকলেজ কুইজ সেগমেন্ট। উক্ত সেগমেন্টটি দক্ষতার সাথে পরিচালনা করে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির দপ্তর সম্পাদক ইয়াসির আরাফাত ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নাফি গৌরব। অপর সেগমেন্ট, সোলো বা একক কুইজ পরিচালনা করেন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির দুই পরিচিত মুখ, আপ্যায়ন সম্পাদক ফাইজা বিনতে হক এবং কুইজ উইং এ্যাসোসিয়েট শাকিব মাহামুদ দীপ্ত। এবং আয়োজনের প্রথম দিনের পরিসমাপ্তি ঘটে অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সেগমেন্টটির মাধ্যমে যেখানে দুর্দান্ত কুইজমাস্টারিং করেন ভারতীয় কুইজমাস্টার রাজিবুল আওয়াল ও নরওয়েতে অবস্থানরত স্বনামধন্য বাংলাদেশি কুইজমাস্টার শাফকাত আমিন ইনান।

প্রতিযোগিতার ২য় দিন শুরু হয় অন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ সেগমেন্টের মাধ্যমে যেখানে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলসমূহ অংশগ্রহণের সুযোগ পায়। উক্ত সেগমেন্ট পরিচালনা করেন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সাধারণ সম্পাদক মোহতাসিন বিল্লাহ ইমন ও কুইজ উইং এর এ্যাসোসিয়েট মেহের নিগার। এবারের আয়োজনের মূল আকর্ষণ হিসেবে ছিলেন সুদূর আসাম থেকে আগত কুইজ জগতের প্রখ্যাত কুইজমাস্টার রাজিবুল আওয়াল, যিনি আন্তঃইউনিভার্সিটি কুইজ সেগমেন্ট পরিচালনা করেন। তার সাথে কুইজ মাস্টার হিসেবে নিজের পারদর্শিতার পরিচয় দিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক সাদমান মুজতবা রাফিদ। সবশেষে ৫ সদস্য বিশিষ্ট দল নিয়ে অনুষ্ঠিত হয় জমজমাট কুইজ সেগমেন্ট মেগা কুইজ, যেটি পরিচালনা করেছেন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সভাপতি ওয়াসি আহমেদ এবং কুইজ উইং এর প্রধান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মুসআব আব্দুল্লাহ খন্দকার।

কুইজারদের হাড্ডাহাড্ডি জ্ঞানযুদ্ধের পর ইন্টারন্যাশনাল সেগমেন্টে বিজয়ী হয় “তেজপুর ইউনিভার্সিটি” (ভারত), ১ম রানারআপ হয় “ইফ ইট এইন্ট বোয়িনহ উই এইন্ট গোয়িং” (ভারত) এবং দ্বিতীয় রানারআপ হয় “টিম এফএমভি” (বাংলাদেশ)। এর বাইরে আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ সেগমেন্টে বিজয়ী হয় বুয়েটের কুইজলি বিয়ারস (Quizly bears), প্রথম রানার আপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ (Big Brother is watching you), এবং দ্বিতীয় রানার আপের স্থান দখল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম অজিম্যান্ডিয়াস (Team Ozymandias)। আন্তঃকলেজ কুইজ সেগমেন্টে বিজয়ী হয় সরকারি বিজ্ঞান কলেজের দল জিএসসিওকিউসি হোরাস (GSCOQC Horus), প্রথম রানার আপের স্থান দখল করে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ডিআরএমসি স্পার্কস (DRMC Sparks) এবং দ্বিতীয় রানার আপ হয় নটরডেম কলেজের এনডিসি ইন্ডিগো (NDC Indigo)। আন্তঃস্কুল কুইজ সেগমেন্টে জয়ী হয় গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজের কিউসিএল অনিক্স (QCL ONYX), প্রথম রানার আপ হয় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের দল জিকিউসি হোবার্ট (GQC Hobert) এবং দ্বিতীয় রানার আপ হয় গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজের দল কিউসিএল টোপাজ (QCL Topaz)। ইন্ট্রা ইউনিভার্সিটি সেগমেন্টে বিজয়ীর মুকুট ছিনিয়ে নেয় দল সংশপ্তক, দ্বিতীয় স্থান অর্জন করে নিকোলা জকিচ ও তৃতীয় স্থান অর্জন করে সাইকামোর। মেগাতে চ্যাম্পিয়ন টাইটেল কেড়ে নেয় “ওয়েইট আ মিনিট, হু আর ইউ?” আর রানার্সআপ হয় “পলাশী ফ্রাইড চিকেন”। এছাড়াও সোলো রাউন্ডে দশজন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটিতে অনলাইন কন্টেস্টের উপর ভিত্তি করে “বেস্ট মিমার” পুরস্কারও দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুইজ মাস্টার রাজিবুল আউয়াল, ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সভাপতি ওয়াসি আহমেদ ও সাধারণ সম্পাদক মোহতাসিন বিল্লাহ ইমন। পুরস্কার বিতরণের মাধ্যমে সহস্রাধিক দেশি-বিদেশি কুইজারদের সমাবেশে একটি সফল আয়োজনের ইতি টানে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস)।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে