বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২

সড়ক সংস্কার কাজের সঠিক মান বজায় রাখার নির্দেশ বাকৃবি উপাচার্যের

বাকৃবি প্রতিনিধি
  ২৭ মে ২০২৫, ১৯:২৮
সড়ক সংস্কার কাজের সঠিক মান বজায় রাখার নির্দেশ বাকৃবি উপাচার্যের
ছবি : যায়যায়দিন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জব্বারের মোড় থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কারকাজ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

মঙ্গলবার (২৭ মে) দুপুর ২টায় সরেজমিনে পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন, প্রধান প্রকৌশলী মো. আতিকুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মুনির হোসেন, অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার এবং জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শনকালে ভিসি সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের উদ্দেশ্যে কাজের গুণগত মান অক্ষুন্ন রেখে নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কারকাজ শেষ করার কঠোর নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, স্বাধীনতা পূর্ববর্তী সময়ে নির্মিত কংক্রিটের এই সড়কটি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ভেঙে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। প্রতিবছর বর্ষাকালে জলাবদ্ধতার ফলে এই সড়ক দিয়ে চলাচল একপ্রকার দুরূহ হয়ে যেত। পুনঃনির্মাণকাজ সম্পন্ন হলে শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়বাসীর চলাচলে উল্লেখযোগ্য স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে