বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

কুয়েতের ভিসা সহজ করতে লামানার উপর সুখবর আসতে পারে

কুয়েত প্রতিনিধি
  ০৬ নভেম্বর ২০২৪, ২০:০৩
কুয়েতের ভিসা সহজ করতে লামানার উপর সুখবর আসতে পারে
ছবি: যায়যায়দিন

কুয়েত সন্ত্রাসবিরোধী বিষয়ে জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে কুয়েতে এসেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার সকালে হোটেল শেরাটনে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে প্রবাসীদের রেমিটেন্স সার্টিফিকেট দিতে বাংলাদেশে বিভিন্ন ব্যাংক গুলোর গরিমসি, বাংলাদেশের ভিসার লামানা প্রথা, ভিসার মূল্য বৃদ্ধির সাথে জড়িত সিন্ডিকেটদের চিহ্নিত করে এদের দমন এবং অন্য দেশিদের মত বাংলাদেশীদের মধ্যপ্রাচের বিভিন্ন দেশের রেসিডেন্সধারী প্রবাসীদের জন্য সৌদি আরবের মাল্টিভিসা খুলে দেওয়া, হুন্ডি বন্ধ সহ কুয়েত প্রবাসীদের অসংখ্য সমস্যার কথা পররাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন সাংবাদিকরা। এবং এর সমাধানে কার্যকর পদক্ষেপ নিতেও অনুরোধ করেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মনযোগ সহকারে প্রবাসীদের সমস্যার কথা শুনেন এবং এর সমাধানে কাজ করবেন বলে জানান।

তিনি আরো বলেন কুয়েতে বাংলাদেশিদের ভিসার ক্ষেত্রে লামানার বাতিলের বিষয়ে ও আলোচনা হয় এক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটিকে ভুমিকা রাখতে হবে কুয়েতের স্থানীয় আইন-কানুন মেনে চলতে হবে।

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মাদ মনিরুজ্জামান, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, যুগ্ন সম্পাদক হেবজু, দপ্তর সম্পাদক আবু বকর ছিদ্দিক পাভেল।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে