সামাজিক যোগাযোগ মাধ্যমে চুমু খাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে জেমসের একটি কনসার্ট দেখছেন অভিনেতা সিয়াম। তার পাশেই অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। হুডি পরা সিয়ামের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন সুনেরাহ। কিন্তু সিয়াম নির্বিকার। পাত্তা না পাওয়া সুনেরাহ কার্যত জোর করেই সিয়ামকে ধরে চুমু দিয়ে দেন ভরা কনসার্টে। আর এতেই ক্ষিপ্ত হয়ে তাকে চড় মেরে বসেন সিয়াম।
ঘটনাক্রমে বুধবারের কনসার্ট পেয়ে যান অন্তর্জাল পরিচালক দীপংকর দীপন। তাই আয়োজক কমিটির অনুমতি নিয়েই সেখানে ওই দৃশ্যের শুটিং করেন।
তবে শুটিংয়ের এই দৃশ্যটা করতে গিয়ে সুনেরাহ বিনতে কামালের নাকের পাশে কেটে গেছে। ভেঙে গেছে মাথার ওপর রাখা চশমা।
এ প্রসঙ্গে সুনেরাহ বিনতে কামাল বলেন, 'সিয়ামের চড়ে বেশ ব্যথা পেয়েছি। নাকের পাশে কিছুটা কেটে গেছে। চশমটাও ভেঙে গেছে। একদিকের কাচ খুলে হারিয়ে গেছে। তবে সবচেয়ে বেশি ব্যথা পেয়েছি কাছের কিছু মানুষদের, যারা জানে, আমাকে চেনে; আমার দ্বারা বাস্তবে এমন কাজ হবে না, তারাও আমাকে ট্যাগ করে গালি দিচ্ছিল।'
তবে এ ব্যাপারে সুনেরাহ বেশ মজার ছলেই বললেন, 'কাউকে এভাবে চুমু খেলে চড় মারতে হয় না। এটা তো বোঝা উচিত। ভিডিওতে একটা ক্যামেরা দেখা গেছে। এটা শুটিংয়েই সম্ভব। কাউকে গালাগালি করার আগে জেনে নিতে হবে সত্য। কাছের মানুষদের আচরণে আসলে মর্মাহত হয়েছি।'
আবার অনেকেই সন্দেহ করে বসেন, এটি কোনো শুটিং কি না। কেননা মোবাইলে ধারণ করা ওই ভিডিওতে ক্যামেরাকেও মুভ করতে দেখা গেছে। ভিডিওটি নিয়ে মুখর হন নেটিজেনরা। নানা প্রশ্নের উত্তর খুঁজে বেড়ান তারা। পরে জানা যায় আসলেই শুটিং।
যাযাদি/সাইফুল