বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

বিয়ের ৭ বছর পর মা হলেন গায়িকা আকৃতি কক্কর

যাযাদি ডেস্ক
  ০৩ নভেম্বর ২০২৩, ২০:৫৭
বিয়ের ৭ বছর পর মা হলেন গায়িকা আকৃতি কক্কর

বিয়ের প্রায় ৮ বছর পর মা হলেন ভারতীয় গায়িকা আকৃতি কাক্কর। বুধবার পুত্রসন্তানের জন্ম দেন তিনি। আকৃতি-চিরাগ দম্পতির এটি প্রথম সন্তান। আকৃতি মা হওয়ার খবর জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। তাতে এ গায়িকা লিখেছেন, ‘১ নভেম্বর আমাদের পরিবারে ছোট্ট দুটি পা আর সুন্দর একটি হৃদয়ের আগমন ঘটেছে। আমাদের বহু মূল্যবান পুত্রসন্তান আমাদের সঙ্গে রয়েছে। অলৌকিক ঘটনার মাধ্যমে সৃষ্টিকর্তা আমাদের আশীর্বাদ করেছেন।’

২০১৬ সালের ৮ মার্চ চিরাগ আরোরার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আকৃতি কাক্কর। তারপর কেটে গেছে প্রায় ৮ বছর। অবশেষে সংসার আলো করে জন্ম নিল তাদের পুত্রসন্তান। আকৃতির বিয়েতে উপস্থিত ছিলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা। বিয়ের দীর্ঘ ৭ বছর পর অবশেষে সুখবর শোনালেন আকৃতি।

আকৃতি কাক্করের জন্ম ও বেড়ে ওঠা ভারতের দিল্লিতে। ২০০০ সালে সংগীত ক্যারিয়ার শুরু করেন তিনি। ২০০৪ সাল থেকে হিন্দি ভাষার সিনেমায় প্লে¬-ব্যাক করছেন। হিন্দি ছাড়াও বাংলাসহ বিভিন্ন ভাষার গান কণ্ঠে তুলেছেন তিনি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে