রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সালমান শাহর ‘স্বপ্নের ঠিকানা’র নির্মাতা মারা গেছেন

যাযাদি ডেস্ক
  ০৪ জানুয়ারি ২০২৪, ১৭:০০
সালমান শাহর ‘স্বপ্নের ঠিকানা’র নির্মাতা মারা গেছেন

বাংলাদেশের শোবিজের অমর নায়ক সালমান শাহর ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমার পরিচালক বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৩ জানুয়ারি) দিনগত রাত ৩টায় তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চলচ্চিত্র পরিচালক এমএ খালেকের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা অপূর্ব রানা।

অপূর্ব রানা জানান, রাজধানীর মধুবাগ মসজিদে জোহরের জামাজের পর জানাজা শেষে মিরপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার আগে রাত ৩টার দিকে এম এ খালেকের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

সালমান শাহ ও শাবনূর জুটিকে নিয়ে এম এ খালেক নির্মাণ করেন ‘স্বপ্নের ঠিকানা’। সিনেমাটি মুক্তির পর দর্শকমহলে সাড়া ফেলেছিল। ১৯৯৫ সালের ১১ মে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি প্রযোজনা করেন নুরুল ইসলাম। প্রায় দেড় দশক ধরে সিনেমা পরিচালনা থেকে দূরে ছিলেন খালেক।

এই নির্মাতার স্ত্রী সালমা বেগম ও চার সন্তান তানভির আলম, খালেদা আক্তার, ফাতেমা তুজ জোহরা ও সাদিয়া ইয়াসমিন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে