এবারের ‘মেট গালা ২০২৫’ একের পর এক চমক ছিল।
লাঠি হাতে শাহরুখের প্রবেশের পর প্রিয়াঙ্কা, নিকের এন্ট্রি নিয়েও চলছে দারুণ চর্চা। হাতে হাত রেখে রেড কার্পেটে পা রাখলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। সাদার উপর কালো পোলকা ডটের স্টাইলিশ কো-অর্ড সেট এবং মাথায় বড় কালো টুপি পরে এ দিন দেখা যায় প্রিয়াঙ্কাকে।
সঙ্গে মানানসই গয়নায় সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। নিকও সাদা কালো যুগলবন্দিতেই এ দিন মাতিয়েছিলেন মঞ্চ। যুগলের মঞ্চে পা রাখার সেই মুহূর্ত সবচেয়ে বেশি আলোচিত। নিক বরাবরই প্রিয়াঙ্কার ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল।
অভিনেত্রীর হাত ধরে তাঁদের ক্যামেরায় পোজ় দেওয়া নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রাজা-রানির মতো রেড কার্পেটে হেঁটে এসে একে অন্যকে জড়িয়ে ধরতে দেখা যায় তাঁদের।
অনুষ্ঠানে যাওয়ার আগে নিক এবং প্রিয়াঙ্কাকে তাঁদের হোটেলের বাইরে ভক্ত এবং আলোকচিত্রীদের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে।
শুধু তাই নয়, প্রিয়াঙ্কাকে আগলে গাড়িতে উঠতেও সাহায্য করতে দেখা গিয়েছে নিককে। যা দেখে সকলেই বলছেন, নিক স্বামী হিসেবে সত্যিই প্রশংসার যোগ্য।
যাযাদি/আর