সুভাষ ঘাই নির্মিত বলিউডের আলোচিত সিনেমা ‘খলনায়ক’।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফ। ১৯৯৩ সালের ৬ আগস্ট মুক্তি পায় সিনেমাটি। তারপর কেটে গেছে প্রায় ৩২ বছর। দীর্ঘ তিন দশক পর নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এ বিষয়ে কথা বলতে পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যমটি। সিক্যুয়েল নির্মাণের তথ্য নিশ্চিত করে সুভাষ ঘাই বলেন, “হ্যাঁ, চিত্রনাট্যের কাজ সম্পন্ন হয়েছে। সিনেমাটির অভিনয়শিল্পী ও টেকনিশিয়ানদের খুব দ্রুত চূড়ান্ত করা হবে।”
‘খলনায়ক’ সিনেমার পূর্বের শিল্পীরা সিক্যুয়েলে অভিনয় করবেন কি না তা নিশ্চিত করেননি সুভাষ ঘাই।
‘খলনায়ক’ সিনেমা মুক্তির পর সেই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল। নব্বই দশকের চতুর্থ সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্রও এটি। শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ দশটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করে। সেরা নারী প্লেব্যাক শিল্পী ও সেরা নৃত্যপরিচালকের পুরস্কার জিতে নেয় সিনেমাটি।