শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শীতের সৌন্দর্য যখন কুয়াশা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  ০৬ জানুয়ারি ২০২২, ২১:০৯

খুব ভোরে ঘুম থেকে উঠেই মা-মেয়ে হাটতে বের হয়েছি। বাসা থেকে বের হওয়ার কিছুদুর যাওয়ার পর ধীরে ধীরে সব কিছু যেন ধুয়াশা লাগতে লাগলো। কিছুক্ষনের মধ্যেই চারিদিক থেকে ধুয়ারমত কুয়াশা যেন ঘিরে নিলো আমাদের।

সবকিছুই তখন আবছা দেখতে লাগলাম, সামনের কোন কিছুই দেখা যাচ্ছিল না। হাটতে হাটতে মনে হচ্ছিল আমরা যেন কুয়াশার রাজ্যে প্রবেশ করেছি। যখন ঘন কুয়াশা আমাদের ঘিরে ফেলেছে তখন চলতে একটু সমস্যা হলেও আমরা মা-মেয়ে সরাসরি কুয়াশাকে দারুণভাবে উপভোগ করছিলাম তখন যেন মনে হচ্ছিল শীত হচ্ছে প্রকৃতির সৌন্দর্য আর কুয়াশা হচ্ছে শীতের সৌন্দর্য। বৃহস্পতিবার সকালে মৌসুমের প্রথম কুয়াশা উপভোগ করার সময় এভাবেই মন্তব্য করেন পাইকগাছা পৌর সদরের বাসিন্দা মা আফরা নাজনীন ও মেয়ে ফারিন বুশরা।

উল্লেখ্য, এবছর এলাকার মানুষ শীতের তীব্রতা তেমন অনুভব করলেও মৌসুমের প্রথম কুয়াশা স্বাভাবিক চলাচল ব্যাহত করেছে। ভোর থেকেই ঘন কুয়াশায় ছেয়ে যায় সমগ্র উপজেলা। আলো জ্বালিয়েই চলতে দেখা যায় সড়কের বিভিন্ন যানবাহনকে। সকাল ১০টার পর সূর্যের দেখা মেলে, তখন থেকেই স্বাভাবিক হয় শীতের প্রকৃতি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে