শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চেনা হাসিতে মুখর ক্যাম্পাস

আবির হোসেন
  ২৮ মে ২০২২, ০০:০০

গ্রীষ্মের কাঠফাটা রোদে ক্লান্ত চারদিক। গরমে যেন সবার প্রাণ ওষ্ঠাগত। তবুও এর মধ্যে চঞ্চল তারুণ্য। এ বয়স থেমে থাকা নয়, জয় করার সবকিছু। তাই তো তাদের বাঁধভাঙা উলস্নাসে মেতে ওঠে চারপাশ।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অন্যতম সেরা বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়। এ যেন এক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। শিল্পীর তুলির আঁচড়ে আঁকা ছবির মতো ক্যাম্পাস। চারদিকে ফুটে আছে রং-বেরঙের ফুল। কৃষ্ণচূড়া ডাকছে হাতছানি দিয়ে। সোনালু সোনালি আভা ছড়াচ্ছে চারদিকে। কনকচূড়ার হলুদ রং কবি মনে প্রেমের জাগরণ সৃষ্টি করছে।

এই ক্যাম্পাস সবসময়ই প্রাণবন্ত। কিন্তু ঈদের ছুটিতে থমকে গিয়েছিল গল্প-আড্ডার এই চিরচেনা রূপ। ঈদের ছুটির শেষে আবারও যেন প্রাণ ফিরে পেয়েছে ক্যাম্পাস। চারদিকে শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত। ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ডায়না চত্বরে গোল হয়ে বসে আড্ডায় মেতে উঠেছে বন্ধুরা। ঝালমুড়ি খেতে খেতে গল্পে ব্যস্ত

হয়ে পড়েছে ঝাল চত্বরের ছেলেমেয়েরা। বিভিন্ন কফির দোকানে দেখা যাচ্ছে ঢের ভিড়।

গানে পটু বন্ধুকে মাঝে বসিয়ে গিটারের সঙ্গে তালে তাল রেখে গান ধরছে পুরনো দিনের। কেউবা ইবির বটতলাকে মাতিয়ে রেখেছে বাঁশির সুরে। তাকে ঘিরে সবার কি যে আগ্রহ! বাঁশির সুর কার না মন কাড়ে। আনন্দের দোলা বয়ে যায় হৃদয়ে। গরমের রেশ কাটাতে আইসক্রিম নিয়ে কাড়াকাড়ি করতে দেখা যায় কয়েকজনকে। এদিকে কিছু বন্ধুরা ব্যস্ত কাসুন্দি দিয়ে পেয়ারা মাখানো খাওয়াতে। সাথে আছে গরমের দিনের চিরচেনা লেবুর শরবত।

এ ব্যাপারে মেহেদী হাসান বলেন, 'ঈদের ছুটিতে বাড়ি যাওয়াটা অনেক আনন্দের। আবার ঈদ শেষে পরিবার পরিজনকে ছেড়ে আসাও অনেক কষ্টের। এখন দুই রকম অনুভূতি হচ্ছে। প্রথমত পরিবার ছেড়ে আসার কষ্ট। দ্বিতীয়ত প্রাণের ক্যাম্পাসে চলে আসার আনন্দ। বাড়িতে থাকাকালীন সময়ে ক্যাম্পাসের ডায়না চত্বর, কৃষ্ণচূড়া, বন্ধুদের সঙ্গে আড্ডা ভীষণভাবে মিস করেছি। ক্যাম্পাসে ফিরে এসে আবার সবার সাথে আড্ডা, খুনসুটিতে মেতে উঠতে পেরে আনন্দ লাগছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে