রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

শ্রীরামপুরে স্মৃতিময় এক বিকেল

খালিদ সাইফুলস্নাহ তাহমিদ
  ১৮ নভেম্বর ২০২৩, ০০:০০

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা আবেগের একটি জায়গা। গত ৩১ অক্টোবর মঙ্গলবার দিনব্যাপী উক্ত শাখার নতুন সদস্যদের মৌখিক ভাইবা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এসএএইচ ওয়ালিউলস্নাহসহ সাবেক ও বর্তমান নেতারা। যথারীতি সকাল ৯টায় অনুষ্ঠিত হয়ে ভাইবা কার্যক্রম চলে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। এরপর ফোরামের সহযোগী সদস্যদের অনুরোধে ক্যাম্পাস পার্শ্বস্থ শ্রীরামপুর সাঁকোর ঘাটে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ৪টি ভ্যান বহরে রওনা দেই গন্তব্যের দিকে। গ্রামের সরু রাস্তার মধ্যে দিয়ে খোলা আকাশের নিচে ভ্যান ভ্রমণ বেশ উপভোগ্য ছিল। গন্তব্যে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা প্রায় গড়িয়ে এসেছে। গোধূলি বেলায় কাঠের সাঁকোটাকে বেশ সুন্দর দেখাচ্ছে? ঝিনাইদহের বিখ্যাত কুমার নদের ওপর স্থাপিত এই সাঁকোতে উঠে সূর্য অস্ত যাওয়া উপভোগ করলাম সবাই মিলে। ছবি তোলার মতো সুন্দর আবহাওয়া বা পর্যাপ্ত সূর্যের আলো না থাকলেও সাঁকোতে এবং নদী পার হয়ে অনেক ছবি তোলা হলো। সবাই একসাথে কিছু সুস্বাদু নাস্তা গ্রহণ করলাম। আড্ডা আর খুনসুটিতে কেটে গেল কিছুক্ষণ। যেন সাবেক বর্তমানদের এক বিশাল মিলন মেলা। কেউ কেউ সেখানেই মাগরিবের নামাজ সেরে নিল। সন্ধ্যা ফুরিয়ে রাত নেমেছে। এবার নীড়ে ফেরার পালা। সাঁকো পার হয়ে আবারও ভ্যান বহরে রওনা দিলাম ক্যাম্পাসের উদ্দেশে। বেশ সুন্দর সময় কেটেছে। মনে রাখার মতো একটি দিন ছিল, যা স্মৃতিতে অমস্নান হয়ে থাকবে ইনশাআলস্নাহ।

উলেস্নখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের লেখকভিত্তিক একটি সংগঠন, যা লেখক তৈরির কারখানা হিসেবেও বিবেচিত হয়। এছাড়াও এই সংগঠন রক্তদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ক্যাম্পাসে আলো ছড়াচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে