রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

কুবিতে কর্মশালা অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক
  ১৮ নভেম্বর ২০২৩, ০০:০০

কুমিলস্না বিশ্ববিদ্যালয়ে (কুবি) 'পাবলিক রুলস, একাডেমিক রুলস অ্যান্ড রেগুলেশন (এক্সামিনেশন, লিভ আপগ্রেডেশন রুলস)' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে ১৩ নভেম্বর শিক্ষকদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আইকিউএসির পরিচালক অধ্যাপক ডক্টর মো. রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডক্টর মো. গোলাম মর্তুজা তালুকদারের সঞ্চালনায় এতে বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় রিসোর্স পারসনরা পাবলিক রুলস, একাডেমিক রুলস অ্যান্ড রেগুলেশন (এক্সামিনেশন, লিভ আপগ্রেডেশন রুলস) নিয়ে আলোচনা করেন।

এছাড়া এ অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মো. আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ নুরুল করিম চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে