শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

রাবিতে দুই দিনে প্রাথমিক আবেদন পড়েছে ৭১ হাজার

ক্যাম্পাস ডেস্ক
  ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
রাবিতে দুই দিনে প্রাথমিক আবেদন পড়েছে ৭১ হাজার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিতে দুই দিনে প্রাথমিক আবেদন জমা পড়েছে ৭১ হাজার ৫০০টি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার পান্ডে ৯ জানুয়ারি তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকাল পর্যন্ত প্রাথমিক আবেদনপত্র জমা পড়েছে ৭১ হাজার ৫০০টি। এর মধ্যে 'এ' ইউনিট ২৫ হাজার, 'সি' ইউনিট ৩০ হাজার এবং 'বি' ইউনিট ১৬ হাজার ৫০০টি। তিনি আরও জানান, ভর্তি পরীক্ষার অনলাইনে প্রাথমিক আবেদন-প্রক্রিয়া ৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। ১৭ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। এ বছর ভর্তি পরীক্ষা ৫ মার্চ বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে শুরু হয়ে ৭ মার্চ শেষ হবে।

চূড়ান্ত আবেদনের প্রথম দফা ২৬ থেকে ২৯ জানুয়ারি, দ্বিতীয় দফা ১ থেকে ৩ ফেব্রম্নয়ারি, তৃতীয় দফা ৬ ও ৭ ফেব্রম্নয়ারি এবং চতুর্থ দফা ১০ ও ১১ ফেব্রম্নয়ারি পর্যন্ত করা যাবে। এ, বি ও সি তিন ইউনিটে ভর্তি পরীক্ষা ৫ থেকে ৭ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, দুপুর ১টা থেকে ২টা ও বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চার শিফটে অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে