শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

নোবিপ্রবিতে ল্যাব ও স্মার্ট সেমিনার লাইব্রেরি ওয়েবসাইট উদ্বোধন

ক্যাম্পাস ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
নোবিপ্রবিতে ল্যাব ও স্মার্ট সেমিনার লাইব্রেরি ওয়েবসাইট উদ্বোধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এনভায়রনমেন্টাল কোয়ালিটি এসেসমেন্ট ল্যাব (ঊছঁঅষ) এবং স্মার্ট সেমিনার লাইব্রেরি ম্যানেজমেন্ট ওয়েবসাইট উদ্বোধন করা হয়। এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ইএসডিএম) বিভাগের উদ্যোগে ২২ জানুয়ারি এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ডক্টর মো. দিদার-উল-আলম এর উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর বিপস্নব মলিস্নক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিএম বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মহিনুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উলেস্নখ্য, উদ্বোধন শেষে উপাচার্য ল্যাব পরিদর্শন করেন। এ সময় তিনি ল্যাবে স্থাপিত অত্যাধুনিক যন্ত্রপাতি সঠিক উপায়ে ব্যবহারের পরামর্শ দেন। এরপর তিনি স্মার্ট সেমিনার লাইব্রেরি ম্যানেজমেন্ট ওয়েবসাইটের প্রদর্শনী পর্যবেক্ষণ করেন এবং এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

ওয়েবসাইটে বিভাগের একাডেমিক বই, জার্নাল ও পাবলিকেশনের অনলাইন সংস্করণ দেয়া রয়েছে- যা সহজে ডাউনলোড করা এবং পড়া সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে