শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ৩৭তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ঢাবিতে ৩৭তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) 'জলবায়ু পরিবর্তন এবং জীবাণু' (ঈষরসধঃব ঈযধহমব ধহফ গরপৎড়নবং) প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস (বিএসএম)-এর ৩৭তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ২৬ জানুয়ারি অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগিতায় দু'দিন ব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল।

বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস (বিএসএম)-এর সভাপতি অধ্যাপক ডক্টর ডোনাল্ড জেমস গোমেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আনোয়ার হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এ কে এম মাহবুব হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মো. মজিবুর রহমান স্বাগত বক্তব্য রাখেন এবং বিএসএম-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর আনোয়ারা বেগম ধন্যবাদ জ্ঞাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে