শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

ক্যাম্পাস ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি মেলা স্প্রিং-২০২৪ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে ৬ ফেব্রম্নয়ারি এ মেলার উদ্বোধন করা হয়। মেলা উপলক্ষে বিশেষ ছাড়ে শিক্ষার্থী ভর্তি চলছে। এর মধ্যে সব স্নাতক প্রোগ্রামের ভর্তি ফিতে ৩০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে। ডিপেস্নামা হোল্ডারদের জন্য সব বিএসসি প্রোগ্রামের ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় মিলবে। সব স্নাতকোত্তর প্রোগ্রামের ভর্তি ফিতে ৩০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত টিউশন ফি ছাড় দেওয়া হচ্ছে।

মেলায় উপাচার্য ইয়াসমীন আরা লেখা উলেস্নখ করেন, ও-লেভেল/এ-লেভেল শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে ৯০ শতাংশ ছাড় রয়েছে। এছাড়া সব প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের পরিবার, তৃতীয় লিঙ্গ, শারীরিক প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ভর্তিতে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। মেলার উদ্বোধনীতে আরও ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ডক্টর গৌর গোবিন্দ গোস্বামী এবং বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যান।

ভর্তি মেলা চলবে ২৪ ফেব্রম্নয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে