শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বুটেক্সে কর্মশালা অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বুটেক্সে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট রাইটিংয়ের ওপর দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিজনেস ক্লাব ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ১২ ও ১৩ ফেব্রম্নয়ারি এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার প্রথম দিন বুটেক্স ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান জাহেদি শুভ এবং সিনিয়র কনটেন্ট রাইটার জেরিন ইয়াসমিন। ডিজিটাল মার্কেটিং ও কন্টেন্ট রাইটিং বিষয়ে অভিজ্ঞ এ দুই আলোচক কর্মশালায় অংশগ্রহণকারীদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কেটিং, ওয়েবসাইট মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, গুগল বিজনেস প্রোফাইল ম্যানেজমেন্ট, পার্সোনাল ব্রান্ডিং, কমিউনিকেশন স্কিল ডেভেলপ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) ইত্যাদি বিষয়ে বিস্তারিত

আলোচনা করেন।

কর্মশালার দ্বিতীয় দিন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারীদের হাতে-কলমে আরও বিস্তৃতভাবে প্রশিক্ষণ দেওয়া হয় ডিজিটাল মার্কেটিং এবং কনটেন্ট রাইটিং বিষয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে