শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

নোবিপ্রবিতে মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন

ক্যাম্পাস ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
নোবিপ্রবিতে মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বাংলা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ ১২ ফেব্রম্নয়ারি এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ডক্টর

\হমো. দিদার-উল-আলম উপস্থিত ছিলেন।

বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর চন্দন আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। মধুসূদন বক্তা হিসেবে অনুষ্ঠানে আসন অলংকৃত করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর রফিকউলস্নাহ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সোহানুজ্জামান। বাংলা বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাট্য প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে মাইকেল মধুসূদন দত্ত রচিত 'একেই কি বলে সভ্যতা' এবং 'বুড়ো সালিকের ঘাড়ে রোঁ' প্রহসন দুটি প্রদর্শিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে