রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
কিশোর কবিতা

স্বপ্নের ফেরিওয়ালা

গোপাল রায়
  ২২ জানুয়ারি ২০২৩, ০০:০০

আমি নাকি যাযাবর; পাগলের সাথে মিল,

আমিতো মেঘের মতো ছুঁতে চেয়েছি ওই আকাশ নীল।

উড়ব আমি মুক্ত আকাশে পাখির ডানায় ডানায়,

সাঁঝেরবেলায় জোনাকিরা তাই অভিবাদন জানায়।

সুদূর পথ পেরিয়ে মাঠে পেলাম নীলা নদী,

স্রোতের সুরে কলকলিয়ে ছুটছে নীরবধি।

তেপান্তরের পারে আমি যেই গেলাম ছুটে,

শতরঞ্জি শতদল উঠল হেসে ফুটে।

ফুল পাখিরা বলল হেসে, কে গো তুমি? কি-ই বা তুমি চাও?

আমি যে ফেরিওয়ালা, তোমাদের কিচিরমিচির আর সুবাস দাও।

ফুল ও পাখি বলল হেসে, কি বল যা তা?

ইচ্ছে করলে নিতে পারো এই সবুজের পাতা।

লিখতে পারো স্বপ্নগুলো সবুজ পাতা জুড়ে,

আর থাকতে পারো পাখি ফুলের এই অন্তঃপুরে।

সেদিন থেকে আকাশ বাতাস ফুল পাখিরা হলো আমার সাথী,

দিনের শেষে আঁধার হলে জ্বলে জোনাক জ্বলা বাতি।

তখন রঙিন স্বপ্নগুলো আবার পড়ে বেরিয়ে,

জয়ের নিশান আনবে বলে সকল বাধা পেরিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে