সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বর্ণমালা

শ্যামল বণিক অঞ্জন
  ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

শব্দ নিয়ে চলছে খেলা গল্প গানে কাটছে বেলা, গাঁথছি শত কথার মালা, সবখানে চাই বর্ণমালা। সব দিয়েছে একুশ মোদের অসীম জায়গা গর্ব বোধের, এবার পালা ঋণটা শোধের। \হকরল পূরণ মায়ের আশা, বুকে পুষে ভালোবাসা, রাখলো ধরে বাংলা ভাষা। তপ্ত হলো সবুজ ফাগুন প্রতিবাদের জ্বললো আগুন, পথটা হলো রক্ত ঢালা, ভাঙলো রুদ্ধ ঘরের তালা, মুক্ত হলো বর্ণমালা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে