রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

এই যে দেখ

মাহমুদ সালিম
  ০৪ জুন ২০২৩, ০০:০০

এই যে দেখ পাখপাখালি, পাহাড়, ঝর্ণাধারা

মিষ্টি সুরে ডাকছে পাখি, হয়ে পাগলপারা।

এই যে দেখ ছোট্টশিশু, আদরে তুলতুলে

একটু পরশ পেলেই ঘুমায়, মায়ের উদর কোলে।

এই যে দেখ চাঁদ সিতারা, বিলায় কেমন আলো

রোদের কিরণ ঝিকিমিকি, দেখতে লাগে ভালো।

এই যে দেখ উদাস দুপুর, বৃষ্টি করে খেলা

ফুল বাগানের প্রজাপতি বসায় রঙের মেলা।

এই যে দেখ সবুজ বনে হরেক টিয়ে পাখি

রাতের আঁধার জোনাক পোকা করছে ডাকাডাকি।

এই যে দেখো মন-মাতানো রাখালিয়ার বাঁশি

বাঁশির সুরে মাতাল হয়ে ফ্যালফ্যালিয়ে হাসি।

এই যে দেখ কিশোর মেয়ে খেলছে কানামাছি

দল বেঁধে সব ছুটছে কোথায়? বনের কাছাকাছি।

এই যে দেখ আকাশপানে, লক্ষ কোটি তারা

ঝলমলিয়ে বিলায় আলো হয়ে বাঁধনহারা।

এই যে দেখ পথ চলেছি, পাইনি পথের দিশা

যুগান্তরের ঘূর্ণিপাকে হচ্ছে মিলামিশা।

এই যে দেখ জ্বলছে আলো, আলোয় ভরা দিন

মন-মাঝারে বেজে ওঠে, নিত্য সুখের বিন।

এই যে দেখ অবুঝ মনে, খেলছি রঙের খেলা

রঙের ঘরে থেকেই আমার, যাচ্ছে সময় বেলা।

এই যে দেখ বেলা শেষে ফিরছে খোকন ঘরে

মায়ের সোহাগ ভালোবাসা পেলেই এ মন ভরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে