সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

একাত্তরের আগুন ঝরা মার্চ

পৃথ্বীশ চক্রবর্ত্তী
  ১০ মার্চ ২০২৪, ০০:০০

পাকিস্তানির কূটচালগুলো করতে পেরে আঁচ

অগ্নি বৃষ্টি করল শুরু একাত্তরের মার্চ।

৭ই মার্চে মুজিব দিলেন স্বাধীনতার ডাক

ভাষণ শুনে পাকবাহিনীর লাগল মনে তাক।

চলল নিত্য মিছিল-মিটিং চলল অবরোধ

পাকসেনানি নেবে তো তাই চরম প্রতিশোধ।

ষড়যন্ত্র করল শুরু হায়েনাদের দল

২৫শে মার্চ রাত্রি থেকে ছুঁড়লো দাবানল।

হত্যাযজ্ঞ করল শুরু নির্বিচারে তারা

বাঙালিরা এসব দেখে বেবাক-দিশাহারা।

২৬শে মার্চ দেওয়া হলো যুদ্ধে যাবার ডাক

সাথে সাথেই বাঙালি দেয় বীরের মতোন হাক।

বাঙালিরা বীরের জাতি নেয়নি মেনে হার

অস্ত্র ধরে যুদ্ধ করে পরল জয়ের হার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে