সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

পাঁচ মিশালি ছড়া

সাগর আহমেদ
  ১৭ মার্চ ২০২৪, ০০:০০

চর কুকরিমুকরি,

খুকুমণির টুকরি।

টুকরি ভরা গোলাপ ফুল,

খুকুর কানে সোনার দুল।

বাও বাতাসে রিনিঝিনি,

মিয়াও ডেকে আসে মিনি।

মিনি পুষির লম্বা মোছ,

ইঁদুর ঘুরে জোরসে রোজ।

ইঁদুর, ইঁদুর খাবি কি?

ক্ষিরের পায়েস রেঁধেছি।

চুপিচুপি তেলেপোকা,

ক্ষিরটা খেয়েই হলো বোকা।

গোলাপ ফুলের মুখে হাসি,

বলল খুকু ভালোবাসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে