সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

একটি স্বপ্ন

আসাদ সরকার
  ২৪ মার্চ ২০২৪, ০০:০০

একটি বালক স্বপ্ন দেখে

আঁকে দেশের ছবি,

পুবাকাশে প্রভাত হলে

যেমন স্বাধীন রবি।

ছবি আঁকে স্বপ্ন আঁকে

আঁকে বিজয় মালা,

ছবি দেখে পাক বাহিনীর

মনে বাড়ে জ্বালা।

জ্বালা থেকে পঁচিশে মার্চ

রাতে দিল হানা,

জ্বলে পুড়ে বঙ্গভূমি

করবে ফানা ফানা।

ফানা করতে হানা দিল

গভীর আঁধার রাতে,

দেশ বাঁচাতে সেই বালকটি

অস্ত্র নিল হাতে।

মনে মনে করল সে পণ

\হদেখে নিবে শেষটি,

দীর্ঘ নয় মাস যুদ্ধ করে

স্বাধীন করল দেশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে