মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

তিন দিবসের কথা

এম এইচ মুকুল
  ৩১ মার্চ ২০২৪, ০০:০০

এসো মনে রাখি

মনের মাঝেই আঁকি

কোন দিবসটা কীসের তরে

জানি সবাই তা কি?

ষোলই ডিসেম্বরে

বিজয় এলো ঘরে

তাই তো তাকে বিজয় দিবস

মানছি যুগ যুগ ধরে।

একুশ ফেব্রম্নয়ারি

ভুলতে কি আর পারি

ভাষার তরে রক্ত দিল

কতো পুরুষ নারী।

শহিদ দিবস বলে

ভাসি চোখের জলে

প্রভাত ফেরির গান ধরে তাই

ছুটি দলে দলে।

ছাব্বিশ মার্চের দিনে

অনেক রক্তে কিনে

স্বাধীনতা এনেছি ভাই

বাংলার এই জমিনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে