মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ছোটদের ঈদ

জিলস্নুর রহমান জিলস্নু
  ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০

রোজার শুরুতেই ক্ষণগণনা

আসবে কবে ঈদ

কিনবে পোশাক, মেহেদী, চুড়ি

দু'চোখে নাই নিদ।

মন খুশিতে রোজা রাখে

বলে জনে জনে

ঈদের দিনে ঘুরবে তারা

ভাবছে মনে মনে।

তাকওয়া নাচে, তাহিয়া নাচে

নাচে মুনিয়া

পায়েস খাবে, সালামি নিবে

পাড়া ঘুরিয়া।

দাদা বাড়ি নানা বাড়ি

যাবে শহর ছেড়ে

গ্রামবাংলার সবুজ দৃশ্য

মনটা নেবে কেড়ে।

ঘরে ঘরে ঈদ আনন্দ

আ হা, বেশ বেশ!

বছর জুড়ে সবার হৃদয়

থাকুক ঈদের রেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে