মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

রঙবাহারি ঈদ

আতিক রহমান
  ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০

মহানন্দে বলতে পারি

ঈদ যেন ঠিক রঙবাহারি

পায়জামা ও পাঞ্জাবিতে

কারো চুলে রঙিন ফিতে

কী কারুকাজ কতোই না সাজ

ঘ্রাণের ছড়াছড়ি,

ওই আকাশে ভাসে যেন

চাঁদনামি এক তরী!

এ চাঁদখানি কাল উঠেছে

তাই আজ ঈদে তাল উঠেছে!

ঈদ হচ্ছে রাঙা দিনে

ছেলেমেয়ে বেলুন কিনে

কী আয়োজন, সব উচাটন

খাওয়া ঘোরাঘুরি,

হঠাৎ করে বন্ধুরা দেয়

বগলে সুড়সুড়ি,

ছোট ছোট হাতগুলো দেয়

আনন্দেরই তুড়ি!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে