রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

গরম কাল

সুশান্ত কুমার দে
  ২১ এপ্রিল ২০২৪, ০০:০০
গরম কাল

পুড়ছে কাঠ, বাজার-হাট

পুড়ছে ক্ষেতের ধান, পাট,

পুড়ছে ফল, ফুটছে জল

জ্বলছে আগুন গগণ তল!

পথিক চলে শুকায় গলে

গলছে পিচ পায়ের তলে,

চড়াই উড়ে ঘরের দোরে

জল পান করে কলস ভরে।

কুকুর ছানা বিড়াল ছানা

শীত গরমের আছে জানা

আপন মনে ক্লান্তির সনে

কুকুর শুয়ে উঠোন কোণে।

ঠিক দুপুরে অন্তর পুড়ে

হংস মিথুন মাঝ পুকুরে

চারিদিকে লু তপ্ত ফিকে

গরম বারুদে ঝুলছে শিকে।

লোডশেডিং তাধিং তাধিং

হরিণ লাফায় জোড়া শিং

কলসি কাঁখে বধূরা হাঁটে

জল আনতে ঐ পুকুর ঘাটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে