রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

পূর্বধলায় পিঠা উৎসব

মো. জায়েজুল ইসলাম
  ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০

নেত্রকোনার পূর্বধলায় জেজেডি ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার স্টেশন রোডের 'জল নিবাসে' গত বুধবার বিকালে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। এ কার্যক্রম বাস্তবায়নে প্রধান ভূমিকা পালন করেন মেঘশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফোরামের উপদেষ্টা পারভীস আরা খানম। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপত্বি করেন উপজেলা ফোরামের আহ্বায়ক ও কালডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির আহমদ খান কামাল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের উপ-হিসাব মহানিয়ন্ত্রক মো. নূরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, পূর্বধলা থানা স্বাস্থ্য কমপেস্নক্সে কর্মরত মেডিকেল অফিসার ডা. শামীমা নাসরীন শাম্মী। ফোরামের উপদেষ্টা ও পূর্বধলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, স্বাস্থ্য সহকারী মোছলেমা চৌধুরী মাজু, বাড়হা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কাল্ব-এর ডিরেক্টর নূরুন্নাহার খানম মেবিন, ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মায়েদা ইয়াছমীন রোজি। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবর্ণা দাস, সহকারী শিক্ষক নাজনীন আক্তার, আলীপুর মাদ্রাসার সহকারী শিক্ষক রাবেয়া আক্তার, ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াছমীন, পূর্বধলা স্বাস্থ্য কমপেস্নক্সের সিনিয়র নার্স শামছুন্নাহার, পূর্বভিকুনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিপা দাস, পূর্বধলা প্রেস ক্লাবের সদস্য জিয়াউর রহমান, আছমা আক্তার, খালেদা আক্তার, মাহমুদা আক্তার, শারমীন, সেলিনা আক্তার, অহনা, মোহনা, সাদমান, শেহেরীশ রওজাত নাওয়ার জল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, যান্ত্রিকতার যুগে পিঠার ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। তাই বর্তমান প্রজন্মের কাছে বিভিন্ন সুস্বাধু বাহারি জাতের পিঠার পরিচিতি তোলে ধরার জন্য এ ধরনের আয়োজনের বিকল্প নেই। আয়োজনে প্রায় ২৫ জাতের সুস্বাধু পিঠা প্রদর্শন শেষে প্রীতিভোজ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে