সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

শীতের সকাল

নূর মোহাম্মদ দীন
  ১৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

শীতের সকাল আলসে হয়

কষ্টের হয় কারও

শীতের সকাল হয় কারও

আরাম উম আরও।

খেজুর রস পায়েস পিঠা

হয় বেশি খাওয়া

শীতের বুড়ি দেয় এসে

শীত শীতল হাওয়া।

কুয়াশাতে যায় না দেখা

গাছপালা মাঠ ঘর

হাড় কাঁপানো ঠান্ডা-শীতে

গাও কাঁপে থরথর।

তবু কি আর থেমে থাকে

জীবন গতি বাঁক

শীতের সকাল আনন্দের হোক

কষ্ট দূরে যাক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে