শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিচারপ্রার্থী ও আইনজীবীদের স্বার্থে অ্যাকচুয়াল আদালত খুলে দেওয়ার দাবি

আইন ও বিচার ডেস্ক
  ২৫ মে ২০২১, ০০:০০

ভার্চুয়াল আদালত নিয়মিত আদালতের বিকল্প হতে পারে না তাই বিচারপ্রার্থী ও আইনজীবীদের স্বার্থে অ্যাকচুয়াল আদালত খুলে দেওয়ার দাবি করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা। এ কারণে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অনতিবিলম্বে নিয়মিত আদালত খোলার দাবি জানিয়েছেন সমিতির নেতারা।

২০ মে সকালে নিয়মিত আদালত চালুর দাবিতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সমাবেশে তারা এ দাবি জানান।

আইনজীবী নেতারা বলেন, স্বাস্থ্যবিধি মেনে দেশের শিল্পকারখানা, সরকারি ও বেসরকারি অফিসের কার্যক্রম চলছে, এমনকি হাটবাজার ও গণপরিবহণও। তাহলে নিয়মিত আদালত খুলে দিলে সমস্যা কোথায়? বিচারপ্রার্থী ও আইনজীবীদের স্বার্থে অবিলম্বে নিয়মিত আদালত খুলে দিতে হবে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন বলেন, আমরা কোনো অনুদান কিংবা প্রণোদনা চাই না। আইনজীবীরা নিজের শ্রম দিয়ে মানুষের ন্যায্য বিচার পাইয়ে উপার্জন করতে চায়। স্বাস্থ্যবিধি মেনে সাক্ষীগ্রহণ ছাড়া বাকি সব আদালতের নিয়মিত কার্যক্রম চালু করার দাবি জানাই। আদালত চালু না থাকার সুযোগ নিয়ে অনেকের জায়গা ও জমি দখল করা হচ্ছে।

সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট এনামুল হক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির

সাবেক সাধারণ সম্পাদক

আইয়ূব খান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে