সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

আইনের আশ্রয় লাভের সংবিধান স্বীকৃত অধিকার কেড়ে নেওয়া যায় না

১৪ জানুয়ারি তার নিজের গ্রামের বাড়িতে এলাকার কুখ্যাত সন্ত্রাসীদের দ্বারা ধারালো ছ্যান এবং রামদা’র উপর্যুপরি কোপের আঘাতে মারাত্মকভাবে আহত হন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা। এরপর ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ফিরোজুর রহমান (মন্টু) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫ জানুয়ারি জানানো হয় যে, ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লার ওপর হামলাকারীদের পক্ষে মামলা পরিচালনা থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ মামলায় আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো সদস্য দাঁড়াবেন না। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লার ওপর ১৪ জানুয়ারি আনুমানিক ৬টা ৪৫ ঘটিকায় অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে কতিপয় সন্ত্রাসী ও দুষ্কৃতকারী। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়, যার নম্বর ৬(১)২৩। এ মামলায় আসামিদের বিরুদ্ধে ঢাকা আইনজীবী সমিতির কোনো সদস্য মামলা পরিচালনা করবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাবেক আইন সম্পাদক, জাতীয়তাবাদ আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক, বৃহত্তর ঢাকা জাতীয়তাবাদী যুব আইনজীবী কল্যাণ সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি। এরকম ঘটনা এই প্রথম নয়। প্রায় সময়ই দেখা যায় বিভিন্ন আইনজীবী সমিতি আসামিপক্ষে মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত গ্রহণ করেন। আদতে এসব সিদ্ধান্তের কোনো সাংবিধানিক, আইনগত কিংবা নৈতিক ভিত্তি নেই। তদুপরি বিভিন্ন আইনজীবী সমিতি এমনকী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে মূলত নিজেদের ক্ষমতার বিকার ঘটান। এসব বিষয় নিয়ে খুব বেশি আইনজীবী কথা বলতে পারেন না বা সাহস করেন না। ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লার ওপর হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা আইনজীবী সমিতির সিদ্ধান্তের বিরুদ্ধে লিখেছেন সমিতির দুইজন সদস্য মুকুল মুস্তাফিজ এবং এস এম তাসমিরুল ইসলাম উদয়।
এস এম তাসমিরুল ইসলাম উদয়
  ২৪ জানুয়ারি ২০২৩, ০০:০০

ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট আব্দুর রশিদ মোলস্না স্যারের ওপর আক্রমণের তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি। আব্দুর রশিদ স্যারের সঙ্গে আমাদের চেম্বারের বিজ্ঞ আইনজীবীদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখে আসছি। স্যারের প্রতি এরূপ নৃশংস আক্রমণে আমরা আন্তরিকভাবে ব্যথিত এবং ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আমরা লজ্জিত। এ ধরনের হামলার তদন্ত দ্রম্নত সম্পন্নপূর্বক ন্যায়বিচার দাবি করছি। আইনের একজন ছাত্র এবং ঢাকা আইনজীবী সমিতির কনিষ্ঠ সদস্যদের একজন হয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই, বিচারের নামে আমরা যেন কারো মৌলিক অধিকার কেড়ে না নেই। সংবিধান এ দেশের নাগরিকদের কিংবা এ দেশে অবস্থানরত মানুষের আইনের আশ্রয় লাভের এবং আইনজীবীর সঙ্গে পরামর্শ ও তার দ্বারা আত্মপক্ষ সমর্থনের যে অধিকার প্রদান করেছে সে অধিকার নিশ্চিত হওয়া জরুরি। আমরা অবশ্যই ব্যথিত এবং আবেগাপস্নুত কিন্তু আমরা আইনজীবীরা আবেগতাড়িত সিদ্ধান্ত নিয়ে কোনো নাগরিকের সাংবিধানিক অধিকারকে কেটে দিতে পারি না। বিশেষ করে আমাদের পেশার মূল লক্ষ্যই যখন মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। বাংলাদেশ বার কাউন্সিল ক্যানোন্স অব প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট অংশের দ্বিতীয় চ্যাপ্টারের ৯নং প্যারায় বলা হচ্ছে: ওঃ রং ৎরমযঃ ড়ভ ধহ অফাড়পধঃব :ড় ঁহফবৎঃধশব :যব ফবভবহপব ড়ভ ধ ঢ়বৎংড়হ ধপপঁংবফ ড়ভ পৎরসব, ৎবমধৎফষবংং ড়ভ যরং ঢ়বৎংড়হধষ ড়ঢ়রহরড়হ ধং ফরংঃরহমঁরংযবফ ভৎড়স শহড়ষিবফমব, ধং :ড় :যব মঁরষঃ ড়ভ :যব ধপপঁংবফ; ড়ঃযবৎরিংব, রহহড়পবহঃ ঢ়বৎংড়হং, ারপঃরসং সবৎবষু ড়ভ ংঁংঢ়রপরড়ঁং পরৎপঁসংঃধহপবং, সরমযঃ নব ফবহরবফ ঢ়ৎড়ঢ়বৎ ফবভবহপব. অহ অফাড়পধঃব রং নড়ঁহফ নু ধষষ ভধরৎ ধহফ যড়হড়ঁৎধনষব সবধহং :ড় ঢ়ৎবংবহঃ বাবৎু ফবভবহপব :যধঃ :যব ষধি ড়ভ :যব ষধহফ ঢ়বৎসরঃং, :ড় :যব বহফ হড় ঢ়বৎংড়হ সধু নব ফবঢ়ৎরাবফ ড়ভ ষরভব ড়ৎ ষরনবৎঃু বীপবঢ়ঃ নু ফঁব ঢ়ৎড়পবংং ড়ভ ষধ.ি আমরা সর্ব অবস্থায় আইনের প্রতি দায়বদ্ধ ও শ্রদ্ধাশীল থাকতে চাই। এ ধরনের হামলা প্রতিরোধ করতে সুষ্ঠু তদন্ত এবং দ্রম্নততম সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির বিকল্প নেই। আশা করি, আমাদের বিজ্ঞ অভিভাবকরা বিষয়টি পুনর্বিবেচনা করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে