বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

সোনাইমুড়ীতে হিট স্ট্রোকে মাদ্রাসার ছাত্রসহ দুইজনের মৃত্যু

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৪, ১৫:৩০
সোনাইমুড়ীতে হিট স্ট্রোকে মাদ্রাসার ছাত্রসহ দুইজনের মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ীতে তীব্র দাবদাহে হিট স্ট্রোকে মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র মোহাম্মদ (১০) ও মিজান (৩০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। শিশুটি রোববার দিবাগত রাত ১১ টার দিকে ও অটোচালক সোমবার সকাল ৯টার দিকে মৃত্যু হয়।

জানা যায়, সোমবার সকালে অটো রিকশাচালক প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বের হয়। অতিরিক্ত তাপদাহে সে অসুস্থ হয়ে বাড়িতে ফিরলে তার স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতাল থেকে বাড়ি তে আসার পর তার মৃত্যু হয়। সে উপজেলার বজরা ইউনিয়নের রাজা রামপুর গ্রামের জয়ের ছেলে।

অপরদিকে, রোববার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার শীলমুদ গ্রামের মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র মোহাম্মদ (১০) অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে। ছাত্রটি উপজেলা শীলমুদ গ্রামের সৌদি প্রবাসী মাসুদ আলম পুত্র।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইশরাত জাহান বলেন, অটো রিকশাচালক অসুস্থ হওয়ার পর হাসপাতালে সকালে আনা হয়। পরে বাড়িতে হিট স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন বলে শুনেছেন। তবে আরেকজন মাদ্রাসার ছাত্র মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে