বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
সৈয়দপুরে উপজেলা পরিষদ নির্বাচন

আপিলে প্রার্থীতা ফিরে পেলেন ভাইস-চেয়ারম্যান পদের প্রার্থী আনোয়ারুল ইসলাম

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৪, ১৫:৪৭
আপিলে প্রার্থীতা ফিরে পেলেন ভাইস-চেয়ারম্যান পদের প্রার্থী আনোয়ারুল ইসলাম

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের মনোনয়ন দাখিলকারীদের মনোনয়ন মঙ্গলবার (২৩) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থী মোহসিন আলী রুবেল ও ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদের প্রার্থী আনোয়ারুল ইসলামের মনোনয়ন ঋণের দায়ে বাতিল করা হয়।

এরপর দু’জন প্রার্থীই আপিল করলে ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে আনোয়ারুল ইসলাম প্রার্থীতা ফিরে পেলেও চেয়ারম্যান প্রার্থী মোহসিন আলী রুবেল প্রার্থীতা ফিরে পাননি। এ তথ্য নিশ্চিত করেছেন সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল কুদ্দুস সরকার। ৩০ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন।

এখন চেয়ারম্যান পদে যারা প্রার্থী রয়েছেন তারা হলেন-আ’লীগ নেতা আজমল হোসেন (বর্তমান ভাইস-চেয়ারম্যান), জাতীয় পর্টি (এ) নেতা ঠিকাদার আলহাজ্ব জয়নাল আবেদীন, যুবলীগ সৈয়দপুর উপজেলা শাখার নেতা মোস্তফা ফিরোজ, রিয়াদ সরকার এরফান (রানা) ও মোঃ ফয়সাল দিদার দিপু। ভাইস-চেয়ারম্যান পদে রয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহসিন মন্ডল মিঠু, যুবলীগ নেতা শেখ আব্দুল্লাহ সোহাগ সরকার ও আনোয়ারুল ইসলাম। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে রয়েছেন-মোস্তাফিজা বেগম, হাসিনা বেগম, আ’লীগ নেত্রী সানজিদা বেগম লাকী (বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান) ও সুমিত্রা রানী।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে