রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বিনা অনুমতিতে স্ত্রীর ফোনকল রেকর্ড গোপনীয়তার অধিকার ভঙ্গ করার শামিল :ছত্তীসগড় হাইকোর্ট

আইন ও বিচার ডেস্ক
  ৩১ অক্টোবর ২০২৩, ০০:০০

স্ত্রী হলেও তার অমতে ফোনের কথোপকথন রেকর্ড বা নথিবদ্ধ করা যায় না। একটি মামলার শুনানিতে স্পষ্টভাবে তা জানিয়ে দিলেন ভারতের ছত্তীসগঢ় হাইকোর্ট। উচ্চ আদালতের পর্যবেক্ষণ, এই ধরনের কাজ ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে উলিস্নখিত গোপনীয়তার অধিকার ভঙ্গ করার শামিল।

খোরপোশ সংক্রান্ত একটি মামলায় স্ত্রীকে টাকা দিতে অস্বীকার করেছিলেন স্বামী। স্বামীর যুক্তি ছিল যে, স্ত্রী তাকে ঠকিয়েছেন। তাই একটি পারিবারিক আদালতের দ্বারস্থ হয়ে স্বামী জানান, স্ত্রীর বেশ কিছু ফোনকল তিনি রেকর্ড করেছেন। সেগুলো খতিয়ে দেখতে স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চান তিনি। পারিবারিক আদালত তা মঞ্জুরও করে।

পারিবারিক আদালতের নির্দেশের বিরুদ্ধে ছত্তীসগড় হাইকোর্টের দ্বারস্থ হন স্ত্রী। হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানান, 'অনুমতি ছাড়াই স্ত্রীর ফোনকল রেকর্ড করেছেন স্বামী। এর ফলে দেশের সংবিধান একব্যক্তিকে য়ে গোপনীয়তার অধিকার দেয়, তা লঙ্ঘন করা হয়েছে।' পারিবারিক আদালতের নির্দেশকে খারিজও করে দেন ছত্তীসগড় হাইকোর্টের বিচারপতি রাকেশমোহন পান্ডের একক বেঞ্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে