শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আকাশনীল ও জলের কাব্য

জে এম আজাদ
  ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

একসমুদ্র জলের ভেতরে

ডুবে আছে যেন এক মহাদেশ

ডুবে আছে নীল নভোরাত, ছায়াসংকুল নীরবতা;

মেঘ-ধূসর চিত্রের পটে দাঁড়িয়ে আছে

বিপন্ন বনভূমি, ঢেউ ওঠা নীল;

এই আভাবিত নীলের বন্দনা করতে

আমার কেটে যাবে বহুকাল...।

একসমুদ্র জলের ভেতরে গুলিয়ে দিয়েছিলাম

এই মন-মৃত্তিকায় জমিয়ে রাখা রং

মেথি ও মৌরির ঘ্রাণ

সেই জলের ভেতরে গজিয়ে উঠছে

একটা ছায়াগাছ, প্রেম-উতল মাধবী পূর্ণিমা।

বাতাসে জ্যোৎস্নার ঘ্রাণ

জলের সারল্য থেকে তুলে এনেছি আমি

অনন্য বসুধা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<112359 and publish = 1 order by id desc limit 3' at line 1