শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগুন শরাব

আজিজুল রমিজ
  ১৩ মে ২০২২, ০০:০০

কী আগুন খেলে জীবন ভুলা যায়?

তেমন কোনো নেশা নেই, ফুল নেই, কবিতা নেই

জীবনের অনল নেভানো যায়!

তেমন কোনো দেবালয় নেই, পুজো?

নেই, নেই কোনো রাজমহল, নেই কোনো আম্রপালি

নৃত্য দেখে যার আগুন ভুলা যায়

শুধু কুলকাঠ হয়ে নরকের অনন্ত আগুনে

জ্বলতে থাকাই কি জীবন?

এই যে আমার অনন্ত তৃষার্ত জীবন

কেউ বলেনি এই নাও একঘটি জল

না প্রেমিকা, না ঈশ্বর

শৈশব-কৈশোরে আমি সেজদা দিতে দিতে হাঁটুতে

দাসত্বের চিহ্ন ধারণ করেছি একজনই

মেহবুবার নামে

তারপর-

আরও কত মেহবুবার পায়ে সেজদা করেছি!

কেউ গুছিয়ে দিতে পারেনি

এ মানুষ জীবনের অনন্ত মোহময় তৃষার্ত অন্ধকার!

না কোনো মেহবুবা, না কোনো মহান মেহেবুব

নরকের অনন্ত আগুনে পিপাসার্ত জ্বলতে

থাকাই কি জীবন?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে