মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রেখা দিয়ে আঁকা জীবন

দিলীপ কির্ত্তুনিয়া
  ০৮ মার্চ ২০২৪, ০০:০০
রেখা দিয়ে আঁকা জীবন

আমরা কী রেখা দিয়ে জীবন আঁকি!

জীবন একটা ক্যানভাসের মতো

এখানে কী লাল নীল মাখি!

কখন ঢেলে পড়ে রং

কখন আঁকাবাঁকা হয় রেখা!

কখন অপচয়ের ঘনঘটা

কখন টানের ভুলে

সুখের জায়গায় দুঃখ-

সমতলে যত পথ ওরা বুঝি

পায়ের রেখা!

আকাশে উড়ার যত নীল

ওরা বুঝি স্বপ্ন রেখা

কল্পনার সাজানো বিন্দু কণা!

(রেখা কিন্তু সাজানো ছোট ছোট

বিন্দুর সমষ্টি)

যে ফেরে ঘরে তাকে বলি

কি এঁকে রেখে এলে।

যে বাইরে যায়

তাকে বলি- নিয়েছো তো

কলম তুলি।

এই যে মাঠটা চোখের সামনে

এইখানে আমার শৈশব আঁকা আছে

ওই লাল রঙা অফিসটা

ওখানে আমার কলমের বহু আঁচড়

কলম কালির আঁচড়

তোমার বুকেও

এঁকেছি নিজেকে

জীবন নিয়ে ছুটছি

রেখা আর রং হাতে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে