সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

হারানো অনুভব

বজলুর রশীদ
  ১৫ মার্চ ২০২৪, ০০:০০

প্রেম জেগে উঠেছে

আমি তোমার সখ্যতার দিকেই যাবো

যে জীবনে ছন্দ আছে

সেখানে অনুভব হয় মনোমলে গভীরতা।

তোমার জন্য শুভকামনা ছাড়া

কী-ই বা থাকতে পারে

সুর যেখানে ফাগুন ফুলেলে

সেখানে তো কোকিলের কুহুতান থাকবে।

দেখো

ফাগুন সময়ে জীবনের এই এক মানে

নিরন্তর ভালোবাসার চাষাবাদ করো

বিবিধ উজ্জ্বল প্রেম।

প্রেম ক্রমাগত থাকে নিদ্রাহীন

থাকে সব সময় স্বপ্নের ঘোরে

তাহলে কেন এই অযাচিত ভালোবাসা?

অথচ বসন্ত শেষে কত ফুল ঝরে যায়;

অতঃপর, আবারও আসছি আমি

তখন কিন্তু

ভালোবাসা জমিয়ে রেখো না হারানো অনুভব!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে