মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রতিজ্ঞা

মাফরূহা বেগম
  ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০

তাকে আজ আমি আর নিজের বলে ভাবি না। যে ভালোবাসার খেলা খেলে

প্রয়োজনে, উপেক্ষা করে নিছক না চেনার অভিনয়ে, যে মিথ্যা বুলিতে হয় সোচ্চার।

যার কথায় সমন্ত আবেগ

রাশি হয়ে যায় কঠিন বরফ।

অথচ তার নাম আমি লিখেছিলাম

হৃদয়ের গোপন খাতায় প্রতিটি কথা লিখেছিলাম স্মৃতিতে সত্ত্বায়।

হেটেছিলাম নীলাভ্রের নীল বুকে নিয়ে

এই বিরল শহরে। আর আপন ঘরে জ্বালিয়ে ছিলাম দিব্য মোম তার নামে। তাকে আর আমি চাই না এখন।

যে মিথ্যা ভালোবাসায় মায়ায় ছিন্ন করে আমার কোমল হৃদয়, হিরন্ময় সুক। যে পন্ড করে

আমার সোনালী নদীর উপাখ্যান। বুকের ভিতর নিঃশব্দে হারায় কবিতার অলিখিত

ভাষা। বহুদিনের নির্বাসিত মন তাই

আজ বড় সুকঠিন। হৃদয়ের সব পবিত্র আবেগ তাই আজ রূদ্ধদ্বার সুকঠিন প্রতিজ্ঞায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে