রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আমার মন ভালো হয়ে যাওয়া সেই রাত

রেবেকা ইসলাম
  ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০
আমার মন ভালো হয়ে যাওয়া সেই রাত

আমার মন খারাপের ছত্রাক পড়া

ঘুম বিক্রি করা সেই রাতে

আমি আর আকাশ

মহাকাব্যে মেতে উঠেছিলাম,

ওখানে মুঠি মুঠি জ্যোৎস্নার পঙ্‌ক্তি,

মেঘের স্তরে স্তরে কবিতার খেরোখাতা,

আজলাভরা শব্দগুলোর আধুনিক চলাফেরা,

বৃষ্টিবিহীন এই শহরের বুকের ওপরে

কষ্টের ছোট ছোট কোলাজ

বদ্ধ ঘরের ভেতরে শব্দের খরা,

বিষণ্নতার পলেস্তারা।

আমি আর আমার আকাশ

আমাদের কালজয়ী ডানামেলা সুখ,

আমার মন খারাপের সেই রাত, আবার

আমার মন ভালো হয়ে যাওয়া সেই রাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে