শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলোর কণায় কোয়ান্টাম কম্পিউটার পদ্ধতি আবিষ্কার চীনের

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
  ১৯ ডিসেম্বর ২০২০, ০০:০০

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার পদ্ধতি আবিষ্কার করেছে চীন। সায়েন্স পত্রিকায় আলোর কণা তথা ফোনকে কাজে লাগিয়ে 'জিউঝা' নামে এ পদ্ধতি আবিষ্কারের দাবি করেছে চীনের হেফেই শহরের ইউনিভার্সিটি অব সায়েন্সেস অব চায়নার গবেষক দল।

চীনের গবেষক দল বলছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার ২০০ কোটি বছরে যে হিসাব কষতে পারে, তা জিউঝা পদ্ধতিতে কয়েক মিনিটেই সারা যাবে। বাস্তবে এখনো তৈরি হয়নি কোনো কোয়ান্টাম কম্পিউটার।

অবশ্য এ লক্ষ্যে পৌঁছাতে গুগল, আইবিএম, মাইক্রোসফট, অ্যামাজান, ইন্টেল ও বহু নতুন উদ্যোগ বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে বলে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে।

গত বছরে গুগলের কোয়ান্টাম কম্পিউটারের প্রাথমিক সংস্করণ বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল যেটিতে সুপার কম্পিউটারে ১০ হাজার বছর সময় লাগতে পারে এমন হিসেব কয়েক মিনিটে করা সম্ভব হয়। এবং সেটিতে ব্যবহার করা হয়েছিল অতিনিম্ন তাপমাত্রা ও অতিপরিবাহী ধাতু। আশা করা হচ্ছে, অন্যান্য প্রযুক্তি নির্মাতা দেশকে পেছনে ফেলে সামনের সারি নিজেদের

দখলেই রাখবে চীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে