শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোবাইল অ্যাপের নাম যখন টালিখাতা

শেখ একেএম জাকারিয়া
  ১৪ মে ২০২২, ০০:০০

টালিখাতা বর্তমানে এমন একটি মোবাইল অ্যাপ যা দিয়ে ব্যবসার সব ধরনের হিসাব রাখা যায়। এই অ্যাপ পুরোপুরি ফ্রি এবং ইন্টারনেট ব্যতিরেকেই ব্যবহার করা যায়। এর প্রয়োগ খুব সহজ ও নিরাপদ। বাংলাদেশে প্রায় ৫০ লাখ ব্যবসায়ীর নির্ভরতা এই টালিখাতা। অনেকেই অবগত, এ সময়ের ব্যবসাপাতি ডিজিটাল পদ্ধতিতে করা হচ্ছে। ব্যবসা পরিচালনা ও হিসাব রাখার সমুদয় কাজ টালিখাতার মাধ্যমেই করা হয়। এ খাতা ব্যবহারে লেনদেনে থাকে ফ্রি এসএমএস এলার্ট সুবিধা এবং হিসাব থাকে একদম পরিষ্কার। বাকিতে পণ্য কেনার সময় ক্রেতারা পেয়ে যান লেনদেনের এসএমএস। এসএমএস পাঠানোর ফলে তারা জানতে পারেন কখন কত বাকি নিলেন, এতে কারও হিসাব নিয়ে ভুল বোঝাবুঝি হয় না। হিসাব সব সময় ক্লিয়ার থাকে, ক্রেতাদের সঙ্গে সম্পর্কও ভালো থাকে। টালিখাতা অ্যাপের দ্বারা সব ধরনের ক্যাশ হিসাব রাখা যায়। ব্যবসার হিসাব থাকে একেবারে চোখের সামনে। স্বয়ংক্রিয় হিসাব মেলাতে দিনশেষে ক্যাশ গুনে 'ক্যাশবক্স মিলাই'-তে এন্ট্রি দিলেই ব্যবসার সব হিসাব মিলে যাবে মাত্র ৩ মিনিটে। টালিখাতা অ্যাপ ব্যবহার করলে মেসেজের মাধ্যমে খুব সহজে ও দ্রম্নত বাকি আদায় করা যায় অর্থাৎ ক্রেতাকে বাকি পরিশোধের কথা মনে করিয়ে দিতে তাগাদা মেসেজ পাঠানো যায় যে কোনো সময়ে। এতে বিক্রেতার বাকি আদায় সহজ হয়, নিয়মিত ও দ্রম্নততার সঙ্গে বাকি আদায় হয় এবং অনেকদিনের পুরনো বাকিও মিস যায় না। সর্বোপরি মোবাইল ফোনের এই অ্যাপের মাধ্যমে ব্যবসার লেনদেনের নির্ভুল হিসাব রাখা যায়। নগদ কিংবা বাকি সব ধরনের হিসাব রেকর্ড করা যায় মুহূর্তেই। এর মাধ্যমে সহজেই ব্যবসার দৈনিক এবং মাসিক আয়, ব্যয় ও লাভ-ক্ষতির রিপোর্ট পাওয়া যায়। টালিখাতায় হিসাব রাখলে বিক্রেতার ব্যবসার একটি লেনদেনের প্রোফাইল তৈরি হয়। এই তথ্যের সাহায্যে ব্যবসা প্রসারের জন্য ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে কোনো বন্ধক ছাড়াই সহজ শর্তে লোন পাওয়া যায়। এ ছাড়া এটি ব্যবহারে নিজের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যোগ করে সহজে ক্রেতাদের নিকট থেকে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করা যায়, সাপস্নায়ারদের পেমেন্ট করা যায় এবং ব্যাংকের সঙ্গে সরাসরি লেনদেন করা যায়। টালিখাতা অ্যাপ সম্পর্কে এ সময়ের মানুষের ধারণাও খুব ভালো। কেননা খুব সহজেই বাকি, নগদ সব পণ্যের হিসাব ডিজিটাল পদ্ধতিতে করা যায় এবং মোবাইল হারিয়ে গেলেও আবার সব হিসাব সহজে পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে