শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মিমের এই সময়...

শোবিজের আলোচিত মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নাটকের পাশাপাশি কয়েকটি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন এ অভিনেত্রী। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন। ঢালিউড ও হলিউডের যৌথ প্রযোজনার 'মাসুদ রানা' সিরিজ নিয়ে নির্মিতব্য 'এম আর নাইন' সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন গত বছর। কিন্তু শিডিউল জটিলতার কারণে সম্প্রতি সিনেমাটি থেকে সরে দাঁড়ান এই গস্নামার কন্যা। সমসাময়িক নানা প্রসঙ্গ নিয়ে এই তারকার সঙ্গে কথা বলেছেন
মাসুদুর রহমান
  ২৬ মে ২০২২, ০০:০০
বিদ্যা সিনহা মিম

'এম আর নাইন' থেকে সরে দাঁড়ানো...

কাজী আনোয়ার হোসেনের লেখা 'মাসুদ রানা' সিরিজের প্রথম বই 'ধ্বংস পাহাড়' থেকে নির্মিত হচ্ছে 'এম আর নাইন'। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছে হলিউডের ইন ব্রাভো এন্টারটেইনমেন্ট। আলোচিত এই সিনেমায় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের অভিনয় করার কথা থাকলেও কাজটি তিনি করছেন না। এ অভিনেত্রী বলেন, 'কোনো মান-অভিমান নয়। মূলত শিডিউল জটিলতার কারণে সিনেমাটিতে আমার অভিনয় করা হচ্ছে না। মে মাসে যে এর শুটিং হবে তা আমাকে আগে জানানো হয়নি। হঠাৎ করে গত মাসের ২৬ তারিখে ডেট দেওয়া হয়। কিন্তু এ সময়ে আমি ফ্রি নই। আমার এর আগে থেকেই অনেকগুলো কাজের শিডিউল দেওয়া ছিল। যার কারণে কাজটি করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি বিনয়ের সঙ্গে বিষয়টি তাদের জানিয়েছি। তারাও সেটি বুঝতে পেরেছেন।'

শিডিউলের হেরফের...

'এম আর নাইন'-এর চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা, আসিফ আকবর, আবদুল আজিজ ও বিউ ক্লার্ক। হলিউড থেকে এ সিনেমায় অভিনয় করছেন মাইকেল জাই হোয়াইট, ফ্রেঙ্গগ্রিলো, লুইস ট্যান্ট প্রমুখ। তাদের শিডিউল না পাওয়ায় দিন তারিখ ঠিক হয়েও একে একে তিনবার পিছিয়ে যায় এর শুটিং। তিনবারই মিম প্রস্তুতি নিয়েছিলেন লাইট-ক্যামেরার জন্য। তিনি বলেন, 'গত বছরের ডিসেম্বরে প্রথমবার শুটিংয়ের ডেট হয়েছিল। এরপর চলতি বছরের জানুয়ারি, তারপর ফেব্রম্নয়ারির শেষে। এভাবে কয়েকবার শিডিউল দিয়েছিলাম। অন্যান্য কাজ গুছিয়ে সিনেমাটির জন্য প্রতিবারই প্রস্তুতি নিয়েছিলাম। এর জন্য কয়েকটি কাজের শিডিউলও ছেড়েছি। কিন্তু অবশেষে সিনেমাটি করা সম্ভব হলো না।'

'সোহানা' চরিত্রের প্রস্তাব...

এ সিনেমায় এ বি এম সুমনের বিপরীতে অভিনয় করার কথা ছিল মিমের। সিনেমাতে তিনি ভারতীয় গুপ্তচর 'সুলতা রাও' চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। মিমের পরিবর্তে এই চরিত্রটি করছেন মুম্বাইয়ের অভিনেত্রী সাক্ষী। শোনা যাচ্ছে এ সিনেমার অন্য আরেকটি চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে মিমকে। যার শুটিং হবে বাংলাদেশে। এ নিয়ে এই নায়িকা বলেন, 'হঁ্যা, 'সোহানা' চরিত্র করতে বলা হয়েছে। এই চরিত্রের অংশ বাংলাদেশে শুটিং হবে। সোহানার খুব একটা দৃশ্য নেই। একটি বা দুটি দৃশ্যে দেখা যাবে। 'এম আর নাইন'-এর দ্বিতীয় পার্টে সোহানা লিড দেবে। তবে চরিত্রটি করার ব্যাপারে এখনো আমি কোনো সিদ্ধান্ত দিইনি। সময় হোক দেখা যাক কি করা যায়।'

ফের ছোটপর্দায়...

গেল ঈদের নাটকে দেখা গেছে অভিনেত্রী মিমকে। আসছে কোরবানির ঈদেও এর ব্যতিক্রম হচ্ছে না। ইতোমধ্যে মোশাররফ করিমের সঙ্গে 'মনের মানুষ' নামের একটি নাটকে কাজ করেছেন। এছাড়া ভিকি জাহেদের পরিচালনায় একটা শর্টফিল্ম করেছেন রোশানের বিপরীতে। মিম বলেন, 'ইতোমধ্যে কোরবানির ঈদের দুটি কাজ শেষ করেছি। মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে 'মনের মানুষ' নাটকে কাজ করেছি চলতি মাসের মাঝ সময়ে। আর রোশানের সঙ্গে একটি শর্টফিল্ম। এর নাম 'কার্নিশ'। ঈদের আরও কাজ করব কিনা জানি না। এছাড়া নতুন একটি বিজ্ঞাপনে কাজ করছি। বিজ্ঞাপনটি নিয়ে কিছু বলা যাবে না।'

তিন চলচ্চিত্রের অপেক্ষায়...

'পরান', 'অন্তর্জাল' ও 'দামাল' নামের তিনটি সিনেমা নিয়ে মুক্তির অপেক্ষায় আছে মিম। এছাড়া 'ইত্তেফাক' সিনেমার ৪০ ভাগ কাজ শেষ করেছেন। প্রতিটি সিনেমায় তাকে দেখা যাবে ভিন্ন চরিত্রে। সিনেমাগুলো নিয়ে মিম বলেন, 'মুক্তির অপেক্ষায় তিনটি চলচ্চিত্রের গল্প তিন রকম। রোমান্টিক গল্পে নির্মিত হয়েছে 'পরান', সাইবার থ্রিলার গল্প নিয়ে 'অন্তর্জাল' এবং খেলা নিয়ে 'দামাল'। অন্যদিকে 'ইত্তেফাক' সিনেমাটিও থ্রিলারধর্মী। এর শুটিং এখনো বাকি আছে।'

সংসার জীবনে যেমন...

গত ৪ জানুয়ারি ধুমধাম করে বিয়ে সারেন বিদ্যা সিনহা মিম। ছয় বছরের প্রেমিক সনি পোদ্দারকে বিয়ে করেন ঢালিউডের এই শীর্ষস্থানীয় নায়িকা। স্বামী-সংসার নিয়ে জানান, 'স্বামী-সংসার নিয়ে আপনাদের দোয়ায় ভালো আছি। বিয়ের পর অভিনয় ও ব্যক্তি জীবনে কোনো পরিবর্তন ঘটেনি। জীবন আগে যেভাবে কাটছিল, সেভাবেই কেটে যাচ্ছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে